হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চাঁনপুর (পালের বাজার) গ্রামের জুলেখা বেগম (৩৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের জালাল মিয়ার কন্যা। স্থানীয় সূত্রে জানা গেছে, জুলেখা বেগম দীর্ঘদিন ধরে তার ভাইয়ের ছেলে মোবাশ্বির মিয়ার বাড়িতে বসবাস করছিলেন। কিছু বছর আগে সৌদি আরবে কাজের সন্ধানে যান। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি মানসিক রোগে ভুগছিলেন এবং দেশে ফেরার পর ডাক্তার রেজাউল করিম থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গত সোমবার রাত তিনটার দিকে মোবাশ্বির মিয়া ঘুম থেকে উঠে দেখতে পান জুলেখা বেগম ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁছে ঝুলে আছেন। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সূরাতহাল রিপোর্ট তৈরি করে লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।