ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ডাচ-বাংলা ব্যাংক এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স যৌথভাবে প্রথম ব্যাংকাস্যুরেন্স দাবি হস্তান্তর

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০২:৪২ এএম

ডাচ্-বাংলা ব্যাংক এবং এর সহযোগী প্রগতি লাইফ ইন্স্যুরেন্স একজন গ্রাহকের মর্মান্তিক মৃত্যুর পর তাদের প্রথম বিমা দাবি হস্তান্তর করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে বিমা দাবি হস্তান্তর সম্পন্ন হয়েছে। মৃত পলিসি হোল্ডারের নমিনিকে বিমা দাবির একটি চেক হস্তান্তর করা হয়। ডিবিবিএল বাংলাদেশে ব্যাংকাস্যুরেন্স ব্যবসায় নেতৃত্ব দিচ্ছে এবং আরও বেশিসংখ্যক মানুষকে বিমা কভারেজের আওতায় আনার লক্ষ্য নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছে। গত সোমবার পর্যন্ত ডিবিবিএল মোট ৮ হাজার ৩০৬টি পলিসি বিক্রি করেছে এবং ব্যাংকাস্যুরেন্স ব্যবসায় বর্তমানে এর বাজার অংশীদারিত্ব ৪১ শতাংশ, যা বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ। বিমা দাবি হস্তান্তর অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শিরিন এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জে আজিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।