ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০১:৩৭ এএম

আনন্দ র‌্যালি, কেককাটাসহ নানা আয়োজনে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আনন্দ র‌্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএস এম আমানুল্লাহর নেতৃত্বে র‌্যালিটি একাডেমিক ভবনের সামনে থেকে বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা হয়। এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- অধ্যাপক, বিভিন্ন অনূষদের ডিনসহ কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।