রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের ফতেপুর গ্রাম থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আনিছুর রহমান (৩৫)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার কুমরপাড়া গ্রামের ময়েন উল্যারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আনিছুর রহমান একদিন আগে কুড়িগ্রাম থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার সময় তার স্ত্রী কুড়িগ্রাম সদর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর ফতেপুর এলাকায় পথচারীরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। মিঠাপুকুর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট এলে জানা যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা।’ প্রত্যক্ষদর্শীরা মৃত্যুটিকে রহস্যজনক বলে মনে করছেন।