ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

উপাচার্যকে স্মারকলিপি

ইবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০২:০৩ এএম

ফ্যাসিস্টমুক্ত নিয়োগ বোর্ড, পেমেন্ট ডিজিটালাইজেশন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ ৭ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন ছাত্রদলের ইবি শাখার নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দেন তারা।

তাদের দাবিগুলো হলোÑ ভর্তি কার্যক্রমসহ সব ধরনের ফি ও পেমেন্ট অনলাইনে প্রদান করার ব্যবস্থাসহ সনদপত্র এবং নম্বরপত্র অনলাইনে উত্তোলন করার সব প্রক্রিয়ার পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন নিশ্চিত, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় আধুনিক মেশিনারিজ সরবরাহ করতে হবে এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বা নিকটতম স্থানে ফায়ার সার্ভিসের সাবস্টেশন স্থাপন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়সহ পার্শ্ববর্তী এলাকায় ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা, কার্যকর ও টেকসই ড্রেনের ব্যবস্থা করা, জিমনেশিয়ামে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ও নিরাপদ ব্যবস্থার উদ্যোগ গ্রহণ, নিয়োগ বোর্ডকে ফ্যাসিস্টমুক্ত করা এবং কোনো দলীয় বা স্বার্থান্বেষী মহলকে নিয়োগ না দেওয়া।