ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বন্দুক-গুলি উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০২:০৪ এএম

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা আমিনুল আজিজ বাদশার বাড়ি থেকে বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাদশা উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অস্ত্র উদ্ধারের ঘটনায় গত সোমবার দুপুরে বাদশার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে ওই দিন ভোরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে বাদশার বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী।

পুলিশ জানায়, বাদশার ঘর থেকে তিন খ-বিশিষ্ট একটি বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাদশা বাড়িতে ছিলেন না। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাদশার বাড়িতে অভিযান চালানো হয়। অস্ত্র-গুলি উদ্ধার হলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।