ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ডাকসুর উদ্যোগে ঢাবিতে ৬টি টাওয়ার স্থাপন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ১০:০২ পিএম
টাওয়ার স্থাপনের অগ্রগতি পরিদর্শন করেন ভিপি মো. আবু সাদিক কায়েম। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দীর্ঘদিনের মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধানে ছয়টি টেলিকম টাওয়ার স্থাপনের কাজ শুরু করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

সোমবার (২১ অক্টোবর) ডাকসুর সহ-সভাপতি মো. আবু সাদিক কায়েম টাওয়ার স্থাপনের অগ্রগতি পরিদর্শন করেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা একাডেমিক ও আবাসিক ভবনের ভিতরে নেটওয়ার্ক সমস্যার কারণে দীর্ঘদিন ভোগান্তির মুখে ছিলেন। আমরা চাই বিশ্ববিদ্যালয়জুড়ে শক্তিশালী ও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক কাভারেজ নিশ্চিত হোক। এই টাওয়ার স্থাপন শেষ হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আরও সহজে যোগাযোগ এবং অনলাইন কার্যক্রম পরিচালনা করতে পারবেন।’

পরিদর্শনে উপস্থিত ছিলেন ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. ইকবাল হায়দার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের কর্মকর্তারা, এবং টাওয়ার স্থাপনকারী প্রতিষ্ঠান ইডটকো এর প্রতিনিধিরা।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়,, টাওয়ারগুলো স্থাপনের মাধ্যমে আবাসিক হল, লাইব্রেরি, ক্লাসরুম এবং প্রশাসনিক ভবনের অভ্যন্তরীণ নেটওয়ার্ক দুর্বলতা দূর হবে, ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা পাবে।