কিশোরগঞ্জ শহরের রাস্তায় রাস্তায় ভেসে বেড়াচ্ছে এক করুণ আবেদন—‘একটি কুকুর হারিয়ে গেছে, কেউ দেখে থাকলে দয়া করে খবর দিন।’
শহরজুড়ে এমন মাইকিং সাধারণত দেখা যায় না। কিন্তু এটি যেন কোনো সাধারণ কুকুর নয়, কোনো সাধারণ সম্পর্কও নয়। চার বছর ধরে পরিবারের সদস্য হয়ে থাকা প্রিয় কুকুর ‘কালু’কে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার নাজির অনুকূল কান্তি তরফদার।
গত শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে নিখোঁজ হয় দেশীয় জাতের এই কুকুরটি। কালো রঙের ‘কালু’র গলার চারপাশে সাদা পশমের একটি বৃত্ত ছিল এবং হারানোর সময় গলায় একটি বেল্টও পরা ছিল। প্রিয় পোষ্য হারিয়ে অনুকূল কান্তি তরফদার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং নিজ উদ্যোগে শহরজুড়ে মাইকিং করাচ্ছেন।
তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘কালু আমার পরিবারের সদস্যের মতো। চার বছর ধরে নিজের সন্তানের মতো লালন-পালন করেছি। প্রতিদিন সকালে ও বিকেলে একসঙ্গে হাঁটতাম। ওই দিন বিকেলে হাঁটতে বের হয়ে ডিসি অফিসের সামনে হঠাৎই ওকে খুঁজে পেলাম না। সারা রাত খুঁজেও পাইনি। এখন পুরো পরিবারই ভীষণ ব্যথিত।’
তিনি আরও জানান, কালু খুব শান্ত স্বভাবের ও মানুষের প্রতি অনুগত কুকুর। হয়তো পথ হারিয়ে গেছে বা কারও ঘরে আশ্রয় নিয়েছে। তাই তিনি সবাইকে অনুরোধ জানিয়েছেন, কেউ দেখে থাকলে যেন খবর দেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পোষা কুকুর নিখোঁজের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’
এদিকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে, ‘একটি গৃহপালিত কুকুর হারিয়ে গেছে, গায়ের রং কালো, গলায় সাদা পশম, বেল্ট পরানো। কেউ দেখে থাকলে দয়া করে ডিসি অফিসের নেজারত শাখায় যোগাযোগ করুন।’
মানুষ ও প্রাণীর সম্পর্ক কতটা গভীর হতে পারে, তারই জীবন্ত উদাহরণ এই ঘটনা। চার বছরের সঙ্গী ‘কালু’কে হারিয়ে এখন প্রতীক্ষায় দিন কাটছে অনুকূল কান্তি তরফদারের—যদি একদিন ফিরে আসে তার প্রিয় সাথি।