ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০১:০৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি বাগান থেকে রঞ্জু সিকদার (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রঞ্জু সিকদার মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রামের আতো সিকদারের ছেলে।

ওসি মোস্তফা কামাল জানান, আজ সকালে বাড়ির পাশের বাগানের একটি গাছে রঞ্জু সিকদারের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এটি পারিবারিক বা মানসিক কোনো কারণ ছিল কি না তা তদন্ত করছে পুলিশ।