ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

নিম্নমানের ব্রিজে ভোগান্তিতে আগৈলঝাড়ার জনগণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০১:৪১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বরিশালের আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়নের আওলা গ্রামে নিম্নমানের নির্মাণের কারণে একটি আয়রন ব্রিজ এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অল্প যানবাহন বা পথচারী চলাচলেই ব্রিজটি কেঁপে ওঠে ও নিচে দেবে যায়। ফলে হাজারো মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে নির্মিত এই আয়রন ব্রিজটি বারপাইকা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের হাওলা এলাকায় অবস্থিত। ব্রিজটি এলাকার দুই পারের মানুষদের জন্য প্রধান যোগাযোগের মাধ্যম। কিন্তু এর নিম্নমানের কাজের কারণে এটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সম্প্রতি একটি ঠেলাগাড়িতে ছোট গাছ পরিবহনের সময় ব্রিজটি আগের চেয়ে আরও নিচে দেবে যায়। এতে করে স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রতিবন্ধী ও মাছ ব্যবসায়ীরাও এপার-ওপার যেতে পারছেন না।

এলাকাবাসী জানান, ‘ব্রিজটি ভেঙে পড়ায় জনজীবন অচল হয়ে গেছে। শিশুদের স্কুলে যাওয়া, রোগীদের হাসপাতালে নেওয়া কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিস আনা-নেওয়া সবকিছুই কঠিন হয়ে পড়েছে।’

ভুক্তভোগীরা দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয়রা আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত আবেদনও করেছেন।

স্থানীয় বাসিন্দা নিখিল হালদার বলেন, নিষেধ করার পরও লোকমান খান লোকজন নিয়ে সেতুর ওপর গাছবোঝাই ট্রলি নিয়ে উঠেছেন। সেতু ভেঙে যাওয়ায় চলাচলে সমস্যা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, অতি দ্রুত আয়রন ব্রিজটি পুনর্নির্মাণ করে মানুষের চলাচলের উপযোগী করা হোক।