ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

কেটি-জাস্টিনের প্রথম আনুষ্ঠানিক উপস্থিতি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৭:৫২ পিএম
কেটি ও জাস্টিন। ছবি- সংগৃহীত

‘ক্যালিফোর্নিয়া গার্লস’ গায়িকা কেটি পেরি তার ৪১তম জন্মদিন উদযাপনের সময় প্রাক্তন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রথম আনুষ্ঠানিকভাবে যৌথভাবে উপস্থিত হয়েছেন।

সংবাদমাধ্যম TMZ-তে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কেটি লো-কাট লাল পোশাক পরিহিত অবস্থায় ক্রেজি হর্স প্যারিসে ক্যাবারে শো থেকে বেরিয়ে আসছিলেন, যেখানে তিনি জাস্টিনের হাত ধরে ছিলেন। জাস্টিন কালো ব্লেজার এবং ম্যাচিং টি-শার্ট ও প্যান্টে ছিলেন।

এর আগে জুলাই মাসে মন্ট্রিয়লের লে ভায়োলন রেস্তোরাঁয় একসঙ্গে ডিনারের দেখা যায় দুজনকে, এর পরই গুজব ছড়ায় নেট দুনিয়াজুড়ে।

আগামী মাসের শুরুতে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় কেটি এবং জাস্টিনের খোলামেলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও উষ্ণতা ছড়ায়।

উল্লেখ্য, জাস্টিন ও কেটি তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।