বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর বলেছেন, ‘ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে মাঝে মাঝে বোকা হতে হয়।’ নিজের ক্যারিয়ার নিয়ে খোলামেলা এই মন্তব্যে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার উপস্থাপনায় এক টক শোতে করণ জোহরের সঙ্গে অতিথি হিসেবে অংশ নেন জাহ্নবী কাপুর। সেখানেই তাকে প্রশ্ন করা হয় এখন পর্যন্ত বলিউডে কাজ করতে গিয়ে কী ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন?
জবাবে জাহ্নবী বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে অনেক সময় পুরুষ অভিনেতাদের ‘ইগো’ বুঝে চলতে হয়। আমি এখন সেটা ভালোভাবেই বুঝে গেছি। নিজেকে প্রমাণ করার লড়াইয়ে না গিয়ে আমি অনেক সময় ‘বোকা’ সাজার চেষ্টা করি। এতে করে অপ্রয়োজনীয় সমস্যায় পড়তে হয় না এবং কারো কাছে অপছন্দও হই না।’
তিনি আরও বলেন, ‘আমি প্রথমেই কাউকে দেখাতে যাই না আমি কতটা পারফর্ম করতে পারি। বরং শুরুতেই বলি ‘আমি বুঝতে পারছি না ঠিক কীভাবে আমার অংশটা পর্দায় ফুটিয়ে তুলব।’ আমার মনে হয়, এটা সবচেয়ে নিরাপদ উপায়।’
বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের কন্যা জাহ্নবী কাপুর ২০১৮ সালে ‘ধাড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর থেকে তিনি প্রায় ১৩টি সিনেমায় অভিনয় করেছেন।
‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’-তে অভিনয়ের জন্য প্রশংসা পেলেও সাম্প্রতিক কাজগুলো ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’, ‘উলঝ’ ও ‘পরম সুন্দরী’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।
জাহ্নবীর মতে, বলিউডে নিজের অবস্থান ধরে রাখতে শুধু প্রতিভাই নয়, প্রয়োজন ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার।


