ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

রাজধানীতে ট্রেনে মিলল বিপুল অস্ত্র ও গুলি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০২:৩১ পিএম
বনলতা এক্সপ্রেস। ছবি- সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি ট্রলি ব্যাগ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সেনাবাহিনীর ডগ স্কোয়াডসহ একটি বিশেষ টিম ‘অপারেশন বনলতা’ নামে অভিযান পরিচালনা করে ব্যাগটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি জানান, ‘অভিযানটি পরিচালনা করেছে সেনাবাহিনীর একটি টিম। ঠিক কতটি অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। তথ্য পেলে আমরা আনুষ্ঠানিকভাবে জানাব।’

তবে রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, উদ্ধার করা ব্যাগ থেকে ৮টি পিস্তল, ১৪টি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি পাওয়া গেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

উল্লেখ্য, বনলতা এক্সপ্রেস একটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিরতিহীন ট্রেন, যা শুক্রবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিনগুলোতে ঢাকা-রাজশাহী রুটে চলাচল করে।