আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে পবিত্র ওমরাহ পালনের জন্য লন্ডন থেকে সৌদি আরব যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওমরাহ শেষ করেই তিনি দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর রোববার (২৬ অক্টোবর) একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বর মাসের ২০ তারিখের আগে বা পরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, ‘৭ নভেম্বর আমাদের জন্য একটি বিশেষ দিন, আমরা আশাকরি এই দিবসকে কেন্দ্র করেই কোনো সিদ্ধান্ত চলে আসতে পারে। আমরা আশা করছি নভেম্বরেই তিনি দেশে ফিরবেন।’
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তারেক রহমানের ট্রাভেল পাস ইস্যুসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া চলমান।

