ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয় হকারমুক্ত করা উচিত : রাশেদ খান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ১০:৫৪ এএম
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি- সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের সব বিশ্ববিদ্যালয়কে হকারমুক্ত ও ফুটপাতের দোকানমুক্ত করে নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা উচিত।

শনিবার (২৫ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান লেখেন, ‘যারা হকার বা দোকানদার হিসেবে ব্যবসা করতে চান, তাদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ করে দেওয়া যেতে পারে। আমি চীনে গিয়ে দেখেছি- কোনো বিশ্ববিদ্যালয়ের ভেতরে বা আশপাশে ভবঘুরে, এলোমেলো দোকান বা আড্ডার জায়গা নেই। পৃথিবীর উন্নত কোনো দেশের বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মতো বিশৃঙ্খল নয়।’

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের পর শিক্ষাব্যবস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। আবেগ বা মায়া দিয়ে শৃঙ্খল রাষ্ট্র গঠনে হস্তক্ষেপ করা ঠিক নয়। বরং দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনে পারস্পরিক সহায়তা ও সহযোগিতা জরুরি।’

রাশেদ খান বলেন, ‘শুধু রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধী অবস্থান থেকে ভালো উদ্যোগের বিরোধিতা করলে দেশ কখনোই উন্নত ও সমৃদ্ধ হতে পারবে না। ভালো কাজে সবাইকে সমর্থন জানানো উচিত।’