ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক

স্টাফ রিপোর্টার, সিলেট
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০১:৩৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

সিলেটের কোম্পানীগঞ্জে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একটি নোহা গাড়ি আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ইসলামপুর সরকারি প্রাইমারি স্কুল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার একটি টিম ওই এলাকায় অবস্থান নেয়। পরে কালো রঙের একটি এক্স নোহা গাড়ি থামিয়ে তল্লাশি চালালে নয় ধরনের মোট ১,৮৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়েছি।”

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদকের চালানটি স্থানীয় বাজারে সরবরাহের উদ্দেশ্যে দেশে আনা হচ্ছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

স্থানীয়রা জানান, ওসি রতন শেখ কোম্পানীগঞ্জ থানায় যোগদানের পর থেকেই এ রুটে একের পর এক মাদকের চালান আটক হচ্ছে। তার নেতৃত্বে পরিচালিত টানা অভিযানে এলাকায় মাদক পাচার অনেকাংশে কমে এসেছে।