অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালেও ভারতীয় শিবিরে নেমেছে দুঃসংবাদ। পাঁজরের চোটে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার শ্রেয়াস আইয়ারকে। ফলে দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
শনিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। ম্যাচের ৩৪তম ওভারে শর্ট থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন শ্রেয়াস।
হার্শিত রানার বলে আলেক্স ক্যারের ব্যাটের কানায় লেগে বল উড়ে যায় উপরে। দৌড়ে গিয়ে অসাধারণ এক ডাইভে ক্যাচ ধরলেও ভারসাম্য হারিয়ে বাজেভাবে মাটিতে পড়ে যান শ্রেয়াস। ধপ করে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যথায় কুঁকড়ে যান তিনি।
মাঠে দলীয় চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যথা এতটাই তীব্র ছিল যে, সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় শ্রেয়াসকে। পরবর্তীতে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানেই স্ক্যানের পর জানা যায়, তার বাঁ পাঁজরে গুরুতর চোট লেগেছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে জানা গেছে, সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। বোর্ডের এক কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ম্যাচের সময়ই শ্রেয়াসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, ওর পাঁজরে বড় ধরনের ঝাঁকুনি লেগেছে। অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
তবে বোর্ড কর্মকর্তার মতে, চোটের গভীরতা অনুযায়ী সময় আরও বাড়তে পারে। তিনি জানান, চোট সারার পর বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে রিহ্যাবের জন্য যেতে হবে শ্রেয়াসকে। চূড়ান্ত মেডিক্যাল রিপোর্টের পরই বোঝা যাবে হাড়ে চিড় ধরা পড়েছে কি না। যদি তা হয়, তাহলে সুস্থ হতে আরও দীর্ঘ সময় লাগবে।


