ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৩:৪৯ পিএম
বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

নারী বিশ্বকাপের ১৩ম আসরের প্রথম পর্বের শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল ভারত নারী ক্রিকেট দল।

আজ রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে বিকেল চারটায়। এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

চলতি বিশ্বকাপে দারুণভাবে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপে যাত্রা করেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নেয় তারা।

পাকিস্তানের বিপক্ষে জয়ের পর পথ হারায় বাংলাদেশ। টানা ৫ ম্যাচ হেরে সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয় নিগার সুলতানার দলের।

ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে, অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে এবং এবং সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরে যায় বাংলাদেশ। 

এরমধ্যে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সুযোগ ছিল জ্যোতিদের সামনে।

৬ ম্যাচ খেলে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে আট দলের টুর্নামেন্টে টেবিলের অষ্টম স্থানে আছে বাংলাদেশ। শেষ ম্যাচ জিতলে সপ্তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করতে পারবে টাইগ্রেসরা। ৭ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে পাকিস্তান।

এমনকি, নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলে, রান রেটে এগিয়ে থাকলে ষষ্ঠ স্থানে থেকে বিশ্বকাপ শেষ করার সুযোগ থাকবে বাংলাদেশের। কারণ ৬ ম্যাচে খেলে ৪ পয়েন্ট অর্জন করেছে কিউইরা।

ওয়ানডেতে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে ১টি করে জয় ও টাই এবং ছয়টিতে হেরেছে বাংলাদেশ।