ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা আজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৯:০৫ এএম
নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল আজ ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তিনশ’ আসনের তপশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার ভাষণ ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নির্ধারণ বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি নেতৃত্বাধীন ইসি।

বৈঠক শেষে ইসি সচিব জানান, ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা, রাজনৈতিক দলের নিবন্ধন, গণভোট প্রক্রিয়া, ব্যালটের রংসহ বিভিন্ন তথ্য রাষ্ট্রপতিকে জানানো হয়েছে। ভোটের সময় বাড়ানোর বিষয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন। সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন সম্পর্কেও অবহিত করা হয়েছে। প্রবাসী ভোট, ভোটার তালিকা সংশোধন এবং সার্বিক নির্বাচন প্রস্তুতি নিয়েও আলাপ হয়েছে।

এবারের জাতীয় নির্বাচনে প্রায় ১৩ কোটি ভোটার অংশ নেবেন। তাদের জন্য ইসি ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে।

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোটারদের সুবিধায় একটি কক্ষে রাখা হচ্ছে দুটি গোপন বুথ।

আজকের ঘোষণার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।