ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট দেওয়ার জন্য প্রবাসীদের নিবন্ধন দ্রুত বাড়ছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ৩ লাখ ৭ হাজার ৩৯২ জন প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এদের মধ্যে পুরুষ ২ লাখ ৮৪ হাজার ১৭৩ জন এবং নারী ২৩ হাজার ২১৯ জন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ইসির পোস্টাল ব্যালট অ্যাপ থেকে এ তথ্য জানা যায়।
ইসি জানিয়েছে, গত মঙ্গলবার থেকেই নিবন্ধিত প্রবাসীদের সংশ্লিষ্ট ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে। প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এ জন্য অ্যাপের মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত, যা শুরু হয়েছিল ১৯ নভেম্বর।
ইসির তথ্য অনুযায়ী, যেসব দেশে প্রবাসী নিবন্ধন চলছে তার মধ্যে রয়েছে: দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, তাইওয়ান, আর্জেন্টিনা, ব্রাজিলসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বহু দেশ।
নির্বাচন কমিশন জানায়, নিবন্ধনের পর ডাকযোগে পাঠানো ব্যালটে ভোট দিয়ে প্রবাসী ভোটাররা তা আবার ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পরিকল্পনা করছে ইসি। সংস্থাটি ৫০ লাখ প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।


