ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৯:০৯ এএম
মাদকবিরোধী অভিযানে দণ্ডপ্রাপ্তরা। ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট, বিড়ালদহসহ বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন:- সারোয়ার হোসেন (৩৮) - ২ মাসের কারাদণ্ড, শওকত হোসেন (৪০) - ৩ মাসের কারাদণ্ড, শরীফুল ইসলাম (৩৬) - ২ মাসের কারাদণ্ড কে প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, যুবসমাজকে রক্ষা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে।