ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

পিরোজপুরে ৭ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৮:০৪ পিএম
ডায়াগনস্টিক সেন্টারে তালা ঝুলিয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় চিকিৎসাসেবায় অনিয়ম, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ত্রুটিপূর্ণ কাগজপত্রসহ নানা অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৬১ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় সাতটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন।

অভিযানে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে চিকিৎসাসেবায় অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একই অপরাধে সৌদি প্রবাসী হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া স্কয়ার, মডার্ন, হেলথ কেয়ার, সিয়াম ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের মোট ১১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, নূর ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, সৌদি প্রবাসী ডায়াগনস্টিক সেন্টার, নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার, আইকন মেডিকেল সেন্টার ও সিটি ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ অভিযান টের পেয়ে পালিয়ে যান। পরে ওই সাতটি প্রতিষ্ঠান সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম বলেন, ‘ডায়াগনস্টিক সমিতিকে পূর্বে অবহিত করে এ অভিযান পরিচালনা করা হয়েছে। খবর পেয়ে কিছু প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। এসব প্রতিষ্ঠান সিলগালা করে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। স্বাস্থ্যসেবায় অনিয়ম রোধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, এ অভিযান অব্যাহত থাকবে।’