ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মেয়েদের বিপক্ষে প্রীতি ম্যাচে দারুণ এক জয় পেয়েছে ব্রাজিল। এক পর্যায়ে ১০ জনের দলে পরিণত হলেও পুরো ম্যাচে দাপট দেখিয়েছে সেলেসাও মেয়েরা। শনিবার ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ২০ মিনিটের মধ্যেই দুটি গোল করে এগিয়ে যায় তারা। গোল দুটি করেন বিয়া জানেরাত্তো ও দুদিনহা।
তবে ২১ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলের অধিনায়ক অ্যাঞ্জেলিনাকে। এক খেলোয়াড় কম নিয়েও প্রথমার্ধে দারুণভাবে নিজেদের গোলপোস্ট রক্ষা করে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। ৫২ মিনিটে পেনাল্টি পেয়ে গোল শোধের সুযোগ পায় স্বাগতিকরা। সাফল্যের সঙ্গে স্পটকিক থেকে ব্যবধান কমান স্টানওয়ে।
তবে এরপর ইংলিশ মেয়েরা ম্যাচে আধিপত্য বজায় রাখলেও আর কোনো গোল করতে পারেনি। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
পুরো ম্যাচে ইংল্যান্ডের পরিসংখ্যান বলছে, বল দখল, পাস ও আক্রমণের দিক থেকে তারা অনেক এগিয়ে ছিল। ৬৯.৮ শতাংশ সময় বল ছিল ইংল্যান্ডের দখলে, যেখানে ব্রাজিলের দখলে ছিল ৩০.২ শতাংশ।
ইংল্যান্ড শট নেয় ১৮টি, যার মধ্যে ৩টি লক্ষ্যে ছিল; অন্যদিকে ব্রাজিলও সমান ৩টি লক্ষ্যে শট নেয় ১০টি প্রচেষ্টায়।
ইংলিশ মেয়েরা প্রতিপক্ষের বক্সে বল স্পর্শ করেছে ৪৫ বার, বিপরীতে ব্রাজিল করেছে মাত্র ১৮ বার। পাসের ক্ষেত্রেও ইংল্যান্ড ছিল অনেক এগিয়ে—৪৬১টি পাসের বিপরীতে ব্রাজিল দেয় মাত্র ১৯২টি।
পাস অ্যাকুরেসির দিক থেকেও স্পষ্ট পার্থক্য দেখা গেছে—ইংল্যান্ডের ৮১.১ শতাংশের বিপরীতে ব্রাজিলের ৫৭.৩ শতাংশ।
তবুও সব পরিসংখ্যানকে ছাপিয়ে ম্যাচের আসল জয় নিয়েছে ব্রাজিল। এই জয়ে টানা দ্বিতীয় প্রীতি ম্যাচ জিতল তারা। আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) ইতালির এনিও তারদিনি স্টেডিয়ামে ইতালির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। একই দিন ইংল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।



