অ্যানফিল্ডের ক্লাব লিভারপুল যেন খেই হারিয়ে ফেলেছে নতুন মৌসুমে! গত মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে পুরো মৌসুমে মাত্র চারটি ম্যাচ হেরেছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
কিন্তু নতুন মৌসুমের শুরুতেই সেই একই সংখ্যক পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হলো 'অল রেডস'দের। প্রথম পাঁচ ম্যাচে টানা জয় তুলে নেওয়ার পর এখন টানা চার পরাজয়ে রীতিমতো বিপাকে পড়েছে দলটি।
শনিবার রাতে ব্রেন্টফোর্ডের মাঠে ৩-২ গোলের হারে লিভারপুলের দুর্দশা আরও স্পষ্ট হলো। ম্যাচের পর দলটির কোচ আর্নে স্লট হতাশা প্রকাশ করে বলেন, চার হারের মধ্যে এটি সবচেয়ে বাজে পারফরম্যান্স।
প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের কিছু সময় আমরা স্বাভাবিক ছন্দেই ফিরতে পারিনি। প্রতিপক্ষ আমাদের চেয়ে বেশি ডুয়েল জিতেছে, যা পুরো পার্থক্য গড়ে দিয়েছে।
এদিন, চের শুরুতেই লিভারপুলকে ধাক্কা খেতে হয়। পঞ্চম মিনিটে কর্নার থেকে বল পেয়ে গোল করেন ব্রেন্টফোর্ডের ডাংগো ওয়াতারা। প্রথমার্ধের শেষ দিকে কেভিন শাডের গোলে ব্যবধান বেড়ে যায় ২-০ তে। যদিও যোগ করা সময়ে মিলোস কেরকেজের গোলে এক গোল শোধ করে বিরতিতে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো, ব্যবধান দাঁড়ায় ৩-১। ম্যাচের শেষ দিকে (৮৯ মিনিটে) গোল করে ব্যবধান কমান মোহাম্মদ সালাহ— ৬ ম্যাচ পর গোলের দেখা পেলেন তিনি। কিন্তু বর্তমান চ্যাম্পিয়নরা সমতা ফেরাতে ব্যর্থ হয়।
২০২১ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম টানা চার ম্যাচে হারল লিভারপুল। নয় ম্যাচ শেষে মাত্র ১৫ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ টেবিলের ছয় নম্বরে। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল।


