ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

আনোয়ারায় গরু চুরি করতে গিয়ে আটক দুই

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৩:২৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় গরু চুরি করতে এসে ধাওয়া খেয়ে পালানোর সময় ১ গরু চোরকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। এ সময় চুরির সাথে জড়িত আরেকজনকেও আটক করা হয়। পরে পুলিশে খবর দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রোববার (২৬ অক্টোবর) ভোররাতে উপজেলা হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর আবুআলী টেক এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, একই এলাকার পশ্চিম হাইলধর গ্রামের মো. কেনু (৪০) ও দক্ষিণ হাইলধর গ্রামের মো. নাজিম (৪২)। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন চুরি, ডাকাতির সাথে সম্পৃক্ত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, চলতি মাসে এই এলাকা থেকে ৫টি গরু চুরি হয়েছে, যার কারণে গৃহস্থের চোখে ঘুম নাই৷ আজ মধ্যরাতে চোরের দল পশ্চিম হাইলধর গ্রামের একটি ঘরে হানা দিলে তৎক্ষণাৎ ঘরের মালিকের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ধাওয়া করলে চোরের দল পালিয়ে যায়।

এ সময় পুকুর থেকে লুকানো অবস্থায় কেনুকে এবং কেনুর দেওয়া তথ্যমতে নাজিমকে আটক করে এলাকাবাসী।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘দুই চোরকে স্থানীয়রা পুলিশে হস্তান্তর করেছে। তারা দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।