পিরোজপুরের স্বরূপকাঠিতে সরকারি নিষেধাজ্ঞার শেষ দিনে সন্ধ্যানদীতে ইলিশ শিকারের দায়ে ১৭ জেলেকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে চার জেলেকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড, একজনকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা ও ১২ জন জেলেকে ১ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সন্ধ্যার পর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহিদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রায়হান মাহামুদ পৃথক পৃথক আদালত বসিয়ে ওই দণ্ডাদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন: সজল মিস্ত্রী, স্বপন বাড়ই, জাহিদুল, আল আমিন; উভয় দণ্ডপ্রাপ্ত খোকন এবং অর্থ দণ্ডপ্রাপ্তরা হলেন মোরছালিন, রব্বানী,সৈকত,জুনায়েত, শিশির, মোহসিন, ইসরাফিল, ওয়াহিদুল, সুমন, হালিম, ইমরান ও হাফিজুল।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক জানান, নৌ-পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ শনিবার বিকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত উপজেলার সন্ধ্যানদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ইলিশ শিকারের সময় ১৭ জেলেকে আটক করা হয়।
পরে পৃথক আদালত বসিয়ে ওই দণ্ডাদেশ দেন আদালতের বিচারকরা। এ সময় আনুমানিক ৪০ হাজার মিটার সুতার জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়।


