ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়েমেনে জাতিসংঘের তিন কর্মী গ্রেপ্তার

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৫:৫৫ পিএম
ছবি- সংগৃহীত

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাতিসংগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গ্রেপ্তার কর্মীদের মধ্যে দুই নারী। তারা সবাই জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে কর্মরত। রোববার (২৬ অক্টোবর) বিদ্রোহী গোষ্ঠীর একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

সূত্রটি বলছে, হুথি-নিয়ন্ত্রিত রাজধানী সানা থেকে শনিবার বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-তে কর্মরত দুই নারীকে তাদের বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। একই রাতে সংস্থাটির এক ইয়েমেনি পুরুষ কর্মীকেও গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, সানার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এখনও ‘ইসরায়েলি ও মার্কিন শত্রুর সঙ্গে সহযোগিতার অভিযোগে’ অনুসন্ধানযোগ্য ব্যক্তিদের একটি তালিকা রয়েছে।

জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থার কর্মীদের লক্ষ্য করে গ্রেপ্তারের ধারাবাহিকতার সর্বশেষ উদাহরণ এটি। এই সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের সঙ্গে যোগসাজশের অভিযোগে আরও সাতজন স্থানীয় জাতিসংঘ কর্মীকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে বিদ্রোহীরা সানার জাতিসংঘ কার্যালয়ে অভিযান চালিয়ে ১৫ জন বিদেশিসহ ২০ জন কর্মীকে আটক করেছিল, যদিও কিছুক্ষণ পর তাদের মুক্তি দেওয়া হয়।

শুক্রবার জাতিসংঘ নিশ্চিত করেছে যে ২০২১ সাল থেকে হুথিরা তাদের মোট ৫৫ জন কর্মীকে গ্রেপ্তার করেছে।

বিদ্রোহী নেতা আব্দুলমালিক আল-হুথি অভিযোগ করেছেন, ডব্লিউএফপি ও ইউনিসেফসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা ‘গুপ্তচরবৃত্তিমূলক কর্মকাণ্ডে’ জড়িত। আগস্টে এক মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলি হামলায় বিদ্রোহী প্রধানমন্ত্রীর মৃত্যুর ঘটনায় এসব সংস্থার কয়েকজন সদস্যের সম্পৃক্ততার অভিযোগও করেছেন তিনি।

২০২৩ সালের অক্টোবরে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একাধিকবার ইসরায়েল ও লোহিত সাগরের জাহাজ চলাচল রুটকে লক্ষ্যবস্তু করেছে। তারা বলছে, এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শনের অংশ।