মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুর বিমানবন্দরে নেমে সবার সামনে নাচতে থাকেন তিনি। তাকে স্বাগত জানাতে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করছিলেন একদল স্থানীয় শিল্পী, তাদের পরিবেশনায় মুগ্ধ হয়ে নিজেও কোমর দুলাতে থাকেন।
ট্রাম্পের সেই পরিচিত ‘ফিস্ট-পাম্প’ স্টাইলের নাচের দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি আপলোড হতেই টুইটার, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ঝড় তোলে। ট্রাম্পের সেই মুহূর্তটি শেয়ার করেছেন লাখো মানুষ।
বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান। পুরো ঘটনাটি উপস্থিত গণমাধ্যম ও অতিথিদের মধ্যে বেশ আনন্দের পরিবেশ সৃষ্টি করে।
ট্রাম্পের বিশেষ সহকারী মার্গো মার্টিনও বিষয়টি হোয়াইট হাউসের অফিসিয়াল আপডেট হিসেবে নিজের সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। তিনি ভিডিওটির ক্যাপশনে লিখেন, এটাই ট্রাম্পের এনার্জি!
এই সফরের মধ্য দিয়ে ট্রাম্প শুরু করেছেন তার এশিয়া সফরের প্রথম ধাপ। সফরের মূল উদ্দেশ্য হলো থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া শান্তিচুক্তিতে অংশগ্রহণ করা। দুই দেশের সীমান্তে গত জুলাইয়ে সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি হচ্ছে।
নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লিখেছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে ‘গ্রেট পিস ডিলের’ মধ্যস্থতা করেছি। সেই চুক্তি স্বাক্ষরের জন্যই মালয়েশিয়ায় এসেছি।
ট্রাম্পের এই সফর ও তার নাচের ভিডিও নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমজুড়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, রাজনীতি নয়, এবার ট্রাম্প আলোচনায় এসেছেন নাচে।

