ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

রাশিয়ার ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র উড়ল ১৪ হাজার কিমি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৬:৪৪ পিএম
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মস্কো বলছে, পারমাণবিক এই অস্ত্র যেকোনো প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে সক্ষম। আর শিগগিরই এটি মোতায়েনের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার শীর্ষ জেনারেল ও সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে জানিয়েছেন, গত ২১ অক্টোবর পরীক্ষা করার সময় ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার (৮ হাজার ৭০০ মাইল) ভ্রমণ করে এবং প্রায় ১৫ ঘণ্টা ধরে আকাশে ছিল।

রোববার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

রাশিয়া বলছে, ৯এম৭৩০ বুরেভেস্তনিক (Storm Petrel) বর্তমান এবং ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কাছে ‘অজেয়’, যার পাল্লা প্রায় সীমাহীন। এটিকে SSC-X-9 Skyfall নামে অভিহিত করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধ তত্ত্বাবধানকারী জেনারেলদের সাথে কমান্ড পয়েন্ট বৈঠকে পুতিন বলেন, ‘এটি এমন একটি অনন্য জিনিস, যা বিশ্বের অন্য কারও কাছে নেই।’