ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৮:৫২ পিএম
শালমান শাহ। ছবি- সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বলিউড সুপারস্টার সালমান খানের মন্তব্যের পর পাকিস্তানে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে সালমান বলেন, হিন্দি সিনেমা সৌদি আরবে মুক্তি পেলে সফল হবে, কারণ সেখানে বিভিন্ন দেশের মানুষ কাজ করছেন—বেলুচিস্তান, আফগানিস্তান ও পাকিস্তান।’ এই সময় তিনি বেলুচিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেন।

পাকিস্তানি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কিছু পোস্টে বলা হয়েছে, বেলুচিস্তান সরকার সালমানকে সন্ত্রাসবিরোধী আইন (১৯৯৭) অনুযায়ী ‘চতুর্থ তফসিল’-এ অন্তর্ভুক্ত করেছে। তবে কোনো সরকারি বা নির্ভরযোগ্য সংবাদমাধ্যম এখনো এই তথ্য নিশ্চিত করেনি।

পাকিস্তানের সন্ত্রাস দমন সংস্থা (CTC) এক বিবৃতিতে সালমানকে ‘সন্ত্রাসবাদী সমর্থক’ হিসেবে উল্লেখ করেছে এবং তার ছবি ও অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপের কথা জানানো হয়েছে।

অন্যদিকে, বেলুচ নেতারা সালমানের মন্তব্যকে স্বাগত জানিয়েছেন। বেলুচ স্বাধীনতা আন্দোলনের নেতা মীর ইয়ার বেলুচ বলেন, ‘সালমান খান সত্যিটা বলেছেন। তিনি আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছেন।’

সালমান এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি এবং তার ঘনিষ্ঠ মহলও নীরব।

পাকিস্তান-বেলুচিস্তান দ্বন্দ্ব নতুন নয়। দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের স্বাধীনতার দাবি কেন্দ্র করে উত্তেজনা চলছিল। সালমানের মন্তব্য এই বিতর্ককে আরও তীব্র করে তুলেছে।