ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

বৃহস্পতিবার সরকারের ৩১ বিভাগের সঙ্গে ইসির বৈঠক 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ১১:৩২ পিএম
নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সরকারের ৩১টি বিভাগের সঙ্গে বৈঠক করবে। 

রোববার (২৬ অক্টোবর) ইসির জারি করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এবং অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে বিকাল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

ইসি সূত্র জানায়, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ। এর আগে, ২২ অক্টোবর সরকারের সাতটি বিভাগের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রহিমা আক্তার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, স্থানীয় সরকারের যুগ্ম সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইসরাত জাহান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব বদরুল হাসান লিটন, আইন মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম।

এ ছাড়া ২০ অক্টোবর নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত করেছিল।

অংশগ্রহণকারী বিভাগের তালিকা

বৈঠকে নিম্নলিখিত মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন:

  • মন্ত্রিপরিষদ সচিব
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
  • নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
  • প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
  • পররাষ্ট্র সচিব
  • সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব
  • অর্থ মন্ত্রণালয়ের সচিব
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব
  • আইন ও বিচার বিভাগের সচিব
  • তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব
  • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব
  • বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব
  • কৃষি মন্ত্রণালয়ের সচিব
  • শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব
  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব
  • ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব
  • কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব
  • সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব
  • বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব
  • চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক
  • ডাক অধিদফতরের মহাপরিচালক
  • বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক
  • বাংলাদেশ বেতারের মহাপরিচালক
  • বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান
  • স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী
  • কারা মহাপরিদর্শক ও সংশ্লিষ্ট কারা অধিদফতরের কর্মকর্তারা