ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

শ্বশুরের বটির কোপে পুত্রবধূ নিহত

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০২:১৭ এএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পারিবারিক কলহের জেরে শ্বশুরের বটির কোপে লিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল রোববার ভোররাতে এ ঘটনাটি ঘটে। নিহত লিমা মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুর রবের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর মুকুল শেখকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে নিজ ঘর থেকে নেমে বাড়ির উঠান দিয়ে হেঁটে যাচ্ছিল লিমা খাতুন। এ সময় উঠানে থাকা শ্বশুর মুকুল শেখ হঠাৎ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে পুত্রবধূর শরীরে একাধিক আঘাত করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিমা খাতুনকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহতের ভাই সাগর বিশ্বাস অভিযোগ করে বলেন, আমরা এখনো বিশ্বাস করতে পারছি না কীভাবে এমন নির্মম হত্যাকা- ঘটল। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে প্রশাসনিক তদন্তের প্রয়োজন।

শৈলকূপা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মুকুল শেখকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহ থেকেই এই ভয়াবহ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো পাইকপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। চাঞ্চল্যকর এই হত্যাকা-ে এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।