ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন ভবনের কমিটি গঠন

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৩:২৯ এএম

মিরপুর-১-এ পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন ভবনের (মহানন্দা) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠনের জন্য ভবনের হলরুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা করা হয়। এতে দেখা যায়, মো. মইনুল করিম ও সজল কুমার মিত্র প্যানেল ছাড়া অন্য কোনো প্যানেল বা স্বতন্ত্র প্রার্থী পাওয়া যায়নি। ফলে এই প্যানেলের সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। দুই বছর মেয়াদি (২০২৫-২০২৭) এই কমিটির সভাপতি হলেনÑ মো. মইনুল করিম সাধারণ সম্পাদক সজল কুমার মিত্র। এ ছাড়া অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে মো. শরিফ খান, অর্থ সম্পাদক রাসেল হাসান, দপ্তর ও প্রচার সম্পাদক শিকদার মনিরুজ্জামান, ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. মমিনুল ইসলাম ও মহিলা বিষয়ক সম্পাদক পদে তৃষ্ণা ম-ল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি