পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাত খুব দ্রুত সমাধান করব বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের সাইডলাইনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, পাকিস্তানের ফিল্ড মার্শাল (জেনারেল আসিম মুনির) এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দারুণ মানুষ। আমি জানি, আমরা এটা খুব দ্রুত সমাধান করবো। সংঘাতটি কয়েক দিন আগে শুরু হয়েছে।
এদিকে, সংঘাত নিরসনে পাকিস্তান ও আফগানিস্তান দ্বিতীয় দফা আলোচনা করেছে তুরস্কের ইস্তাম্বুলে, যেখানে সীমান্তে সন্ত্রাসী চলাচল রোধে যৌথ তদারকি কাঠামো গঠনের বিষয়টি আলোচিত হয়।
তবে পাকিস্তান সতর্ক করেছে, আলোচনা ব্যর্থ হলে যুদ্ধই হতে পারে চূড়ান্ত বিকল্প।
এই মাসের শুরুতে সংঘর্ষে ডজনখানেক সেনা, বেসামরিক নাগরিক নিহত হয়। ফলে যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়। পরে ১৯ অক্টোবর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় আলোচনার মাধ্যমে সাময়িক শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়।


