ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

লাৎসিওর কাছে হোঁচট খেল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৫:২৯ এএম
ছবি- সংগৃহীত

সিরি আ লিগে লাৎসিওর কাছে ১-০ গোলে হেরেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।

রোববার (২৬ অক্টোবর) লাৎসিওর মাঠ স্টাডিও অলিম্পিকোতে জুভেন্টাসকে হারিয়েছে লাৎসিও। ম্যাচের নবম মিনিটে একমাত্র গোলটি করেছেন টোমা ব্যাসিক।

মৌসুমের শুরুতে শিরোপার দৌড়ে থাকা জুভেন্টাস এবার সেরা পাঁচেও নেই। রোববার হারের পর টেবিলের আট নম্বরে নেমে গেছে তারা। টানা হারের কারণে কোচ ইঘোর তুদোর ওপর চাপ তৈরি হয়েছে। দলের পারফর্মেন্সে দ্রুত পরিবর্তন আনতে না পারলে ছাঁটাই হতে পারেন এই ক্রোয়েট কোচ।

এদিকে ইতালিয়ান লিগে রাতের আগের ম্যাচে সাসুওলোকে ১-০ গোলে হারিয়েছে রোমা। পাওলো দিবালার গোল ম্যাচের ব্যবধান গড়ে দেয়। এই জয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে রোমা।