দীর্ঘদিন শূন্য থাকা বাংলাদেশের টেস্ট অধিনায়কের পদে নতুন নেতৃত্বের সম্ভাবনার আভাস পাওয়া যাচ্ছে। সাবেক টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই দায়িত্বে ফেরার ইচ্ছা প্রকাশ না করলেও বোর্ড ইতিবাচকভাবে নতুন অধিনায়ক নিয়ে পরিকল্পনা করছে।
জানা গেছে, বিসিবি সম্প্রতি শান্তকে টেস্ট দলের নেতৃত্বের প্রস্তাব দেয়। তবে তিনি তা প্রত্যাখ্যান করেন।
আরও জানা যায়, ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর শান্ত টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন এবং তিনি ইতোমধ্যে বোর্ডকে জানিয়েছেন যে এই দায়িত্বে ফেরার কোনো পরিকল্পনা তার নেই।
২৩ অক্টোবর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন মিরপুরে শান্তের সঙ্গে আলোচনা করেছিলেন, তবে শান্ত পদে ফেরার বিষয়ে রাজি হননি।
এ অবস্থায় বিসিবি নতুন অধিনায়কের খোঁজে, এবং লিটন কুমার দাসকে এই দায়িত্বে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ১১ নভেম্বর থেকে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ায় লিটনের সম্মতি বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, মেহেদি হাসান মিরাজও টেস্ট নেতৃত্বে আগ্রহ প্রকাশ করেছেন, তবে তার অধীনে দলের পারফরম্যান্স এখন পর্যন্ত সন্তোষজনক নয়। বিকল্প হিসেবে তাইজুল ইসলাম ও মুমিনুল হককেও নেতৃত্বের জন্য বিবেচনায় রাখা হয়েছে।


