ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ফটিকছড়িতে মাটিচাপায় যুবকের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ১০:১০ পিএম
মোহাম্মদ আরিফ।

চট্টগ্রামের ফটিকছড়িতে মাটির নিচে চাপা পড়ে মোহাম্মদ আরিফ (২১) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দাঁতমারা ইউনিয়নে হিলবালুখালী ছানাগোনা এলাকায় পাহাড় থেকে মাটি কাটার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিচিন্তা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ছানাগোনা মসজিদের পশ্চিম পাশে সরকারি খাস খতিয়ানের টিলা থেকে গত কয়েকদিন ধরে অবৈধভাবে মাটি কেটে পাচার করা হচ্ছিল। এই কাজে নিয়োজিত থাকার সময় হঠাৎ পাহাড় ধসে আরিফ মাটির নিচে চাপা পড়েন। সহকর্মী শ্রমিকরা তড়িঘড়ি করে তাকে উদ্ধারের চেষ্টা করলেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার পর ‘পোল্ট্রি মামুন’ নামে এক ব্যক্তির লোকজন আরিফের মরদেহ তার বাড়িতে নিয়ে গিয়ে দ্রুত গোসল ও দাফনের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বরকত উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং পাহাড়ি এলাকায় কাজের সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।