ঠাকুরগাঁওয়ে একই দিনে সাপের কামড়ে একজন শিশু ও একজন সংবাদকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে সদর হাসপাতালে এবং অন্যজনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কালিতলা এলাকার চঞ্চলের মেয়ে বর্ষা রানী (৫) বাড়ির পাশে খেলা করছিল।
এ সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে বর্ষা রানী হাসপাতালে চিকিৎসাধীন আছে।
অপরদিকে, জেলার পীরগঞ্জ উপজেলার সংবাদকর্মী সাইদুর রহমান মানিক দুপুরে লাউখেত পরিচর্যার সময় সাপের কামড়ে আহত হন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ সময় স্থানীয়রা মানিককে কামড় দেওয়া সাপটিকে পিটিয়ে হত্যা করে এবং রোগীর সঙ্গে সেটিকেও হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সংবাদকর্মী সাইদুর রহমান সুস্থ রয়েছেন।


