ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

সড়ক সংস্কার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০২:৩৭ এএম

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের জোড়া ব্রিজ থেকে রুদ্রবাড়িয়া ব্রিজ পর্যন্ত সড়ক সংস্কার করছেন বিএনপি নেতা আসিফ সিরাজ। গতকাল রোববার সকালে নিজ উদ্যোগে সড়কের ভাঙা অংশে বালু ও মাটি ভরাট করে সংস্কার করা হয়।

জানা যায়, স্বাধীনতার পর থেকেই চৌকিবাড়ী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামটি অবহেলিত। ওই জনপদের একমাত্র সড়ক দিয়ে চলাচলের ভোগান্তি দীর্ঘদিনের। ২০২২ সালে সড়কটি ইটের সোলিং করায় যাতায়াতে কিছুটা দুর্ভোগ লাঘব হলেও তেমন সুফল আসেনি। একপাশে বসতবাড়ি থাকায় অতিবৃষ্টিতে সড়ক ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দুর্ভোগের বিষয়টি স্থানীয়রা বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানীর নজরে আনলে তিনি নিজ উদ্যোগে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন এবং ভাঙা অংশে বালু ও মাটি ভরাট করে সড়কটি সংস্কার করে দেন।