ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং আমেরিকান ওয়েলনেস সেন্টারের মধ্যে চুক্তি সই

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৩:২৭ এএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার, ঢাকা-এর মধ্যে গতকাল রোববার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার, ঢাকা-এর  চেয়ারম্যান মো. মাহবুবুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ওই চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ আমেরিকান ওয়েলনেস সেন্টার থেকে চিকিৎসাসেবা গ্রহণে ১০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধাসহ বিনা মূল্যে পরামর্শসেবা উপভোগ করতে পারবেন।