ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

কারখানা উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০২:৩৪ এএম

প্রাকৃতিক উপায়ে মাটির উর্বরতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে নীলফামারীতে ‘অলিন্দ জৈব সার’ উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার উত্তর হারোয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করে গ্রামীণ এগ্রোটেক সল্যুশন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ। নির্বাহী পরিচালক মাহমুদুল হক প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবু মো. সোয়েম ও মার্কেটিং ডিরেক্টর সুজন কুমার রায়।

প্রাকৃতিক উপায়ে প্রস্তুত এই জৈব সার মাটির উর্বরতা রক্ষা ও টেকসই কৃষি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা ব্যক্ত করেন অতিথিরা। জেলা ও উপজেলার বিভিন্ন সার ডিলারসহ স্থানীয় কৃষকেরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।