ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

শিশুর মৃত্যু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০২:৩৭ এএম

জয়পুরহাটের কালাইয়ে চাতালের ধান ভেজানো পানির হাউসে পড়ে আড়াই বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে উপজেলার পাঁচশিরা বাজারে মেসার্স ভাই ভাই চালকলের চাতালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আবু বক্কর সিদ্দিক। সে গাইবান্ধার সাঘাটা থানার হাঁপানিয়া গ্রামের রহিদুল সরকারের ছেলে। রহিদুল ওই চাতালে শ্রমিকের কাজ করতেন।

জানা যায়, ঘটনার সময় শিশুটি চাতালের ধান ভেজানোর হাউসের পাশে খেলছিল। খেলার একপর্যায়ে সে সিঁড়ি বেয়ে হাউসে ওঠে এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।