ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

রূপনগরের পোড়া কারখানায় মিলল আরও এক মরদেহ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ১১:০৩ পিএম
অগ্নিকাণ্ডের ১২ দিন পর পোড়া ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি- সংগৃহীত

ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ১২ দিন পর পোড়া ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশটি আংশিকভাবে দগ্ধ ও গলে গেলেও চুল দেখে ধারণা করা হচ্ছে, এটি একজন নারীর মরদেহ। এ নিয়ে মোট ১৭ জনের লাশ উদ্ধার করা হলো।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান।

তিনি বলেন, ‘লাশটি একদিকে পুড়ে, অন্যদিকে গলে গেছে। চুল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর মরদেহ।’

ডিসি মাকছুদের রহমান আরও বলেন, ‘একজন নারী নিখোঁজ থাকার তথ্য পাওয়া গিয়েছিল। ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে এই মরদেহটি তার কি না।’

গত ১৪ অক্টোবর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় একটি রাসায়নিক গুদাম ও সংলগ্ন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টিরও বেশি ইউনিট প্রায় কয়েক ঘণ্টা চেষ্টা চালায়। সেদিনই কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

মিরপুর বিভাগের পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের পর ভবনের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। পরে পরিবেশ নিরাপদ হলে অভিযান চালিয়ে সর্বশেষ মরদেহটি উদ্ধার করা হয়।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, উদ্ধার হওয়া ১৬ মরদেহের মধ্যে ১০টি স্বজনরা সরাসরি শনাক্ত করেছিলেন।

তিনি বলেন, সঠিক সনাক্তকরণের জন্য সবার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে ১৯ অক্টোবর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ওই অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছিলেন: আব্দুল আলিম (১৪), আসমা আক্তার (১৩), মুক্তা বেগম (৩০), তোফায়েল আহমেদ (২২), নাজমুল ইসলাম (৪০), নার্গিস আকতার (১৮), জয় মিয়া (২০), মোনা আক্তার সামিয়া (১৪), মাহিরা (১৪), আল মামুন (৩৮), ছানোয়ার হোসেন (২৪), ফারজানা আক্তার (১৫), মৌসুমি খাতুন (২৩), রবিউল ইসলাম (২০), নুর আলম সরকার (২৩) ও খালিদ হাসান (৩০)।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি কাজ করছে।