ঢালিউড পাড়ায় দীর্ঘদিন গুঞ্জন ছিল চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমান শাহর প্রেমের সম্পর্ক আছে এমন খবরে। সেই কারণে নাকি সালমান-মৌসুমী জুটি ভেঙে গিয়েছিল। তবে এবার এই বিষয়ে স্পষ্ট করলেন সালমান শাহর ব্যক্তিগত সহকারী মো. মুনসুর আলী।
এক সাক্ষাৎকারে মুনসুর আলী জানিয়েছেন, ‘সালমান শাহ শাবনূরের সঙ্গে প্রেমের সম্পর্ক রাখেননি। বরং, সালমানের স্ত্রী সামিরা হক ছিলেন মৌসুমীকে নিয়ে সন্দিহান। এ কারণেই ‘দেনমোহর’ সিনেমার পর সালমান আর কোনো ছবিতে মৌসুমীর সঙ্গে কাজ করতে চাননি।
মুনসুর আলী বলেন, ‘দেনমোহর’ সিনেমার পর একটি অফার এসেছিল। কিন্তু সিনেমায় মৌসুমী থাকায় ভাই সেটি না করে দেন। আমি তাকে বলি, ভাই সিনেমার গল্প তো ভালো ছিল। তখন ভাই আমাকে বলেন, ‘তোমার ভাবি আমাকে এমনিতেই সন্দেহ করে। আমি আর মৌসুমীর সঙ্গে কাজ করব না। আমার সংসারে আমি সুখ চাই, শান্তি চাই।’
তিনি আরও বলেন, ‘সালমান-শাবনূরের সম্পর্ক ছিল ভাইবোনের মতো। প্রথম দেখাতেই সালমান ভাই শাবনূরকে বলেছিলেন, ‘আমার তো কোনো বোন নেই, তুমি আমার ছোট বোনের মতো’। সালমান শাহ ছিলেন অত্যন্ত ভদ্র, পরিশ্রমী ও পরিবারের প্রতি নিবেদিত। শুটিং শেষে তিনি কখনো আড্ডা দিতেন না, দ্রুত বাড়ি ফিরতেন। সবসময় নারীদের সম্মান করতেন।’
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে সালমান শাহর বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন এটিকে আত্মহত্যা হিসেবে দেখা হলেও, ২৯ বছর পর আদালত হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন।
মুনসুর আলীর কথায়, সামিরা হকের সন্দেহের কারণে ঢালিউডে ভেঙে গেছে সালমান-মৌসুমী জুটি। এর ফলে ‘তুমি আমার’ সিনেমায় সালমান শাহ জুটি গড়েন চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে।


