ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রূপসা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ১০:০৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

খুলনার রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে ইমন গাজী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাগমারা-চররূপসা এলাকার প্রিয়াম সি ফুডস এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির ভেতরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ইমন গাজী রূপসা উপজেলার বাগমারা গ্রামের ভ্যানচালক আব্দুল কুদ্দুসের ছেলে।বাগমারা-চররূপসাস্থ প্রিয়াম সি ফুডস এক্সপোর্ট লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের শেখ লোক মারফত ইমন গাজীকে কোম্পানির ভেতরে আমড়া গাছের ডালপালা কাটার জন্য নিয়ে যান। ডাল কাটার একপর্যায়ে পা পিছলে নিচে থাকা বৈদ্যুতিক তারের ওপর পড়ে যান ইমন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আশপাশের লোকজন তাকে প্রথমে পূর্ব রূপসার একটি ক্লিনিকে নিয়ে যান, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইমনের ছোট চাচা ভ্যানচালক আব্দুস সালাম শেখ বলেন, ‘প্রিয়াম মাছ কোম্পানির আব্দুল কাদের সাহেব তার মাছ কোম্পানির ভেতরে আমড়া গাছের ডালপালা কাটার জন্য আমার ভাতিজা ইমনকে লোক পাঠিয়ে ডেকে নেন। ডাল কাটতে গিয়ে পা পিছলে নিচে বৈদ্যুতিক তারের ওপর পড়ে তার মৃত্যু হয়।’

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ইমনের মরদেহের ময়নাতদন্ত ২৭ অক্টোবর সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির এসআই মো. আকরাম হোসেন বলেন, ‘ইমন গাজী বাগমারা-চররূপসাস্থ প্রিয়াম সি ফুডস এক্সপোর্ট লিমিটেড কোম্পানির মধ্যে বিদ্যুৎ সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন। কাজের একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’