মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ও কাথুলি সীমান্ত দিয়ে গতকাল শনিবার সকাল ও দুপুরে মোট ৬০ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সকালে কাজীপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১৪৭ মেইন পিলারের কাছে শহিদ সরণি থেকে ৩০ জনকে ৪৭ বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এদের মধ্যে ছয়জন তৃতীয় লিঙ্গের সদস্য রয়েছেন। কাজীপুর কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন তাদের গ্রহণ করেন। হস্তান্তরকৃত বাংলাদেশিদের বিএসএফের পক্ষে কোম্পানি কমান্ডার এবিসন ফ্রানেকা বুঝিয়ে দেন।
এ ছাড়া দুপুর ১২টার দিকে কাথুলি সীমান্তের আন্তর্জাতিক পিলার ১৩৩/৩ এসের কাছ থেকে ৩০ জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। কাথুলি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান তাদের গ্রহণ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, হস্তান্তরিত ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে থাকেন। তারা বাংলাদেশি দালালের মাধ্যমে সীমান্ত পার হয়ে ভারতের মুম্বাই, দিল্লি ও আসাম রাজ্যে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। পরে স্থানীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের তেইমপুর ক্যাম্পে হস্তান্তর করে। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, ‘বিএসএফ ১৪ জন বাংলাদেশিকে আলাদাভাবে বুঝিয়ে দিয়েছে। তারা বিভিন্ন সময়ে সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরিবারের সদস্যদের অবহিত করে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এই অভিযানেই ভারতের সীমান্তরক্ষীরা অবৈধ অনুপ্রবেশ রোধে সক্রিয় ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের সঙ্গে সমন্বিতভাবে আইন প্রয়োগ নিশ্চিত করেছে।

