ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

হুন্ডি, বেটিং এবং মানিলন্ডারিং প্রতিরোধে সারা দেশের ডিস্ট্রিবিউটরদের নিয়ে বিকাশের কর্মশালা

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৩:০৭ এএম

হুন্ডি, বেটিং এবং মানিলন্ডারিংয়ের মতো আর্থিক অপরাধ প্রতিরোধে আরও জোরালো পদক্ষেপ গ্রহণে সারা দেশের সব ডিস্ট্রিবিউটরদের নিয়ে ঢাকা, খুলনা, বগুড়া ও কুমিল্লায় পৃথক চারটি সচেতনতামূলক কর্মশালা আয়োজন করেছে বিকাশ। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, বিকাশ ও ডিস্ট্রিবিউটরদের সমন্বিত উদ্যোগে গড়ে উঠেছে একটি শক্তিশালী নেটওয়ার্ক, যার মাধ্যমে দেশজুড়ে ৮ কোটি ২০ লাখ গ্রাহকের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে নিরবচ্ছিন্ন সেবা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিকাশের হেড অব ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেইল বিজনেস মোহাম্মদ ইরফানুল হক।