বাংলাদেশ ক্রিকেটে আরেকটি ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচের মাইলফলকে পৌঁছাতে যাচ্ছেন মুশফিকুর রহিম। আর দুটি টেস্ট খেললেই ‘ম্যাজিক ফিগার’ ১০০-তে পৌঁছে যাবেন এই নির্ভরযোগ্য ব্যাটার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই নভেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি–টোয়েন্টির সিরিজের সূচি ঘোষণা করেছে। আগামী ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে আইরিশ দল।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ঢাকায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯ নভেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সব ঠিক থাকলে এই ম্যাচটিই হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, শততম টেস্ট ম্যাচ খেলা একটি বিরাট অর্জন। আমাদের দেশে এটি প্রথম ঘটনা, তাই এটি সেলিব্রেট করা উচিত। শুধু ক্রিকেট বোর্ড নয়, ক্রিকেটপ্রেমী সবাইকে এই মুহূর্ত উদযাপন করা উচিত।
৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার এখন পর্যন্ত ৯৮ টেস্টে করেছেন ৬ হাজার ৩২৮ রান, ১২ সেঞ্চুরি ও ২৭ ফিফটির সহায়তায়। তাঁর ব্যাটিং গড় ৩৮.১০। টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলোয়াড় মুমিনুল হক (৭৩ ম্যাচ), এরপর সাকিব আল হাসান (৭১), তামিম ইকবাল (৭০) ও মোহাম্মদ আশরাফুল (৬১)।
টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল চট্টগ্রামে যাবে টি-টোয়েন্টি সিরিজের জন্য। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ।


