অবশেষে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে পাকিস্তানি ক্রিকেটারদের খেলার অনুমতি মিলল। অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগে (বিবিএল) অংশ নেওয়ার জন্য সাত তারকা ক্রিকেটারকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী ১৪ ডিসেম্বর ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে এবারের বিবিএল মৌসুম। এতে অংশ নিচ্ছেন পাকিস্তানের সাত তারকা ক্রিকেটার— বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ, শাদাব খান, হাসান আলি ও হাসান খান।
এর আগে এশিয়া কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বিদেশি লিগে খেলোয়াড়দের অংশগ্রহণে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছিল পিসিবি। তবে সাম্প্রতিক সিদ্ধান্তে বোর্ডের অবস্থান বদলেছে।
পিসিবি সূত্রে জানা গেছে, চেয়ারম্যানের অনুমোদনক্রমে এই সাতজনকে এনওসি দেওয়া হয়েছে, যাতে তারা অস্ট্রেলিয়ার লিগে অংশ নিতে পারেন।
এবারের বিবিএল মৌসুমে মোট ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে পার্থ স্টেডিয়ামে মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্স— যা নিয়েই শুরু হচ্ছে জমজমাট উত্তেজনা।
এর আগে, এক বিবৃতিতে পিসিবি জানিয়েছিল, ‘পিসিবি চেয়ারম্যানের অনুমোদনক্রমে জানানো যাচ্ছে যে, খেলোয়াড়দের বিদেশি লিগ বা দেশের বাইরে আয়োজিত অন্যান্য টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রদত্ত সব অনাপত্তিপত্র (এনওসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’


