ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

গাজীপুর সাফারি পার্কে শেষ জিরাফের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৫:১৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর সাফারি পার্কে শেষ জিরাফটির মৃত্যুর মধ্য দিয়ে পার্কের জিরাফ খাঁচাটি এখন শূন্য হয়ে গেছে। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টিউবারকিউলোসিস (টিবি) রোগে আক্রান্ত হয়ে প্রাণীটির মৃত্যু হয়।

শনিবার (২৫ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পার্ক কর্তৃপক্ষ।

এ ঘটনায় সাফারি পার্ক কর্তৃপক্ষ শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

পার্ক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে সাফারি পার্ক প্রতিষ্ঠার সময় ১০টি জিরাফ আমদানি করা হয়েছিল। পরবর্তী সময়ে ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে একে একে বেশ কয়েকটি জিরাফ মারা যায়। সর্বশেষ বেঁচে থাকা স্ত্রী জিরাফটির মৃত্যুর পর পার্কে এখন কোনো জিরাফ নেই।

বনপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে জিরাফটি একা ছিল। ১০ অক্টোবর থেকে অসুস্থ হয়ে পড়লে ছয় সদস্যের একটি টিম গঠন করে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রাণীটি মারা যায়।’

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, ‘জিরাফটি দীর্ঘদিন ধরে টিবিতে আক্রান্ত ছিল। তাকে বাঁচাতে ডা. হাদী নুর আলী খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। বৃহস্পতিবার জিরাফটি পার্কের ভেতরেই মারা যায়।’

শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, ‘পার্ক কর্তৃপক্ষ এ ঘটনায় একটি জিডি করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’